গত ৮ই মে,২০২০ ইং বিগএইচ প্রোডাকসন ও সুর নিকেতন শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিন উপলক্ষে ফেইসবুক লাইভ অনুষ্ঠান "তুমি রবে নীরবে" প্রচারিত হয়।<br />উক্ত অনুষ্ঠানে চাকমা ভাষায় রবীন্দ্র সঙ্গীতের উপর নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী Tonusree Gurkha Tonu।
